সফল মানুষও সবসময় সুখী থাকে না।অনেকসময় তারা ভেঙে পড়ে,বালিশে মুখ লুকিয়ে কাঁদে।যখন তাদের মন ভেঙ্গে যায় এবং তারা হেরে যায়,তখন তাদের নিজের উপর কোন নিয়ন্ত্রণ থাকে না।কিন্তু তারা দীর্ঘসময় বিষণ্ণ বা বিপর্যস্ত অবস্থায় থাকে না।তারা কষ্ট পেলেও মনোবল শক্ত করে আবার ঘুরে দাঁড়ায়।তারা তাদের লক্ষ্যে পৌছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে।তারা নতুনভাবে শুরু করে।তারা
কখনো আশা ছেড়ে দেয় না।
সফল মানুষ হলো তারা যারা সবসময় নিজের উপর বিশ্বাস রাখে,কখনো পিছনে ফিরে তাকায় না এবং কখনো হার মানে না।তারা তাদের সাফল্যের ব্যাপারে আত্নবিশ্বাসী থাকে;এমনকি সফল হতে যদি অনেক বছর লেগে যায়,তবুও তারা ধৈর্য হারায় না।কখনো হয়তো কোন বিষয়ে নিজের জ্ঞান বা দক্ষতা কম মনে হতে পারে,কিন্তু তারা ভয় পায় না।তারা নিজের জ্ঞান এবং দক্ষতা বাড়ানোর চেষ্টা করে।তারা শুধুমাত্র এক জায়গাতেই আবদ্ধ থাকে না।তারা সীমাবদ্ধতা দূর করতে চায়,চ্যালেঞ্জ নিতে পছন্দ করে।
যারা জীবনে সফলতা পায়,তারা সবাই কঠোর পরিশ্রমের মাধ্যমেই তা অর্জন করে।কিন্তু তারা এটাও জানে যে,কাজের মাঝে বিরতি নিতে হয়।নিজেকে নতুন উদ্যমে তৈরি করার জন্য এটার প্রয়োজন রয়েছে।বিরতি নেওয়া মানেই সবকিছু ছেড়ে দেওয়া বোঝায় না।একইসাথে এটাও বোঝায় না যে,তারা অলস।তারা আত্নসচেতন এবং নিজের প্রতি যত্নশীল বোঝায়।যত দ্রুত সম্ভব তারা কাজের জায়গায় ফিরে যাবে এবং আরো ভাল অবস্থানে পৌছাবে।
তারা কখনো কোন সুখ্যাতি বা সুনামের আশা করে না।তারা কঠোর পরিশ্রম করে,কিন্তু নীরবে কাজ করে।অবশ্য,তারা মাঝেমাঝে তাদের কাজের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে।মাঝেমাঝে তাদের সফলতা পরিবার এবং বন্ধুদের সাথে উৎযাপন করে।কিন্তু বেশিরভাগ সময়,তারা অন্য কারোর কাছে মনোযোগ পাবার আশায় বা আকর্ষণীয় হওয়ার জন্য কিছু করে না।তারা নিজেদের জন্য করে।তারা সুন্দর একটা জীবন তৈরি করার চেষ্টা করে যেটা তাদের গর্বিত করে তোলে।
সফল ব্যক্তিরা জীবনে কখনো থেমে থাকে না।তারা তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করে।তারা কখনো চেষ্টা করা বাদ দেয় না।তারা বিশ্বাস করে,কোন না কোন দিন সফল হবেই।আজ না হলে অন্যদিন হবে।তারা ধৈর্য ধরে চেষ্টা করে যায়।
সফল মানুষ জীবনে সামনের দিকে এগিয়ে যায়।এমনকি যখন কেউ তাদের মনে কষ্ট দেয়,বিশ্বাসঘাতকতা করে,তখনও তারা থেমে থাকে না।কারণ তারা জানে,ভাল কিছু অবশ্যই তাদের জন্য অপেক্ষা করছে।সবকিছু ঠিক হয়ে যাবে,শুধু চেষ্টা চালিয়ে যেতে হবে।তারা জানে তারা সুখ,ভালবাসা এবং সাফল্য পাওয়ার যোগ্য।তারা যা কিছু পাবার জন্য পরিশ্রম করছে,সবকিছুই তাদের প্রাপ্য।তাদের নিজেদের উপর বিশ্বাস রয়েছে।তারা মেধাবী,কঠোর পরিশ্রমী এবং ধৈর্যশীল।